বিশেষ প্রতিনিধি।। পাবনার সুজানগর পৌরসভায় কয়েকদিন ধরে একটি বড় আকৃতির বেওয়ারিশ বানরের তাণ্ডব স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে শিশু-কিশোররা বানরের হামলার ভয়ে বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছে।

পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. আতাহার আলী জানান, গত ২–৩ দিন ধরে বানরটি বিভিন্ন বাড়ির ছাদ ও গাছপালায় লাফিয়ে বেড়াচ্ছে। খাবারের সন্ধানে কখনো কখনো এটি নিচে নেমে এসে মানুষদের আশঙ্কায় ফেলছে।

৬নং ওয়ার্ডের বাসিন্দা তুফান খান বলেন, “বানরটির বেপরোয়া আচরণের কারণে অনেকে রাস্তায় বের হতে সাহস পাচ্ছেন না। স্কুলগামী শিশু-কিশোরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন সকলকে বন্য বা বেওয়ারিশ প্রাণী থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “এ ধরনের প্রাণী যেকোনো সময় আক্রমণাত্মক আচরণ করতে পারে, তাই সতর্ক থাকা জরুরি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুল ইসলাম রাশেদ জানান, বানরটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version