জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখার ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে তারবিয়াতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের উপজেলা অফিস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক ড. কাজী ওয়েজ কুরুনী, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা।
বিশেষ আলোচক ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু জাফর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি আশাশুনি উপজেলা ছদর মোহাম্মদ জহুরুল ইসলাম। পরিচালনা করেন, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি ডাঃ মোঃ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন, উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ শফিউদ্দিন। ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে প্রোগ্রামে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগামী দিন ইনশাল্লাহ ক্ষমতায় যাবে ইসলাম। সেই স্বপ্ন বাংলার জনগণ দেখছে এবং প্রত্যেক মুসলমানের হৃদয়ে ইসলামকে ধারণ করে আছে।


