বিশেষ প্রতিনিধি।।পাবনার ফরিদপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত গাজ্জালী মুন্সী (৪৫) শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত গাজ্জালী মধ্য পুংগলী গ্রামের মৃত রমজান মুন্সীর ছেলে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ থানায় দুটি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে কুদরত এ খুদা ও ধলা নামের দুইজনকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠে সামনের চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার মধ্য পুংগলী গ্রামের হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রাজশাহী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে উভয়পক্ষ থানায় পৃথক দুইটি মামলা করেছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


