বিশেষ প্রতিনিধি।।রাজধানীর হাতিরঝিল এলাকায় চলন্ত অবস্থায় সিএনজিচালিত একটি অটোরিকশায় ভয়াবহ আগুন লেগে যায়।

হঠাৎ বিকট শব্দে সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরে যায়। সংগৃহীত ছবি

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সময়মতো ঝাঁপ দেয়ায় কারণে অটোরিকশায় থাকা এক দম্পতি ও তাদের শিশুসন্তান অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।

অটোরিকশা চালক মাজহারুল ইসলামের ভাষ্যমতে, অটোরিকশাটি সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। হাতিরঝিল এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায়।

মাজহারুল ইসলাম আরও বলেন, ‘হঠাৎ একটা শব্দ শুনেই দেখি গাড়িতে আগুন ধরে গেছে। দুই মিনিটের মধ্যেই পুরো অটোরিকশায় আগুন ছড়িয়ে পড়ে। তখন সবাই লাফিয়ে পড়ে প্রাণে বাঁচি। গাড়িতে স্বামী-স্ত্রী আর তাদের এক সন্তান ছিল, তারা সামান্য আঘাত পেলেও প্রাণে রক্ষা পেয়েছে।’

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার বিস্তারিত ও প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version