রাঙা প্রভাত ডেস্ক।। ভূমিকম্পে রাজধানীর বংশালে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।
বংশাল থানা পুলিশ জানিয়েছে, কসাইতলী এলাকায় পাঁচ তলা ভবনের রেলিং পরে তিন পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। এতে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলা পড়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।



