জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিশু গত ৪ দিন নিখোঁজ হয়ে গেছে। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি।

আশাশুনি মানিকখালী গ্রামের শফিউল আলমের পুত্র আশিকুজ্জামান আলভী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে গত ৫ জানুয়ারী বাড়ি থেকে অভিমান করে সবার অজান্তে উধাও হয়ে যায়। সেই থেকে সকল আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন স্থানে সন্ধান পেতে খোজাখুঁজি করে আসছেন পরিবারের সদস্যরা। সাতক্ষীরা শহরে কোন কোন হোটেলে তার মত একটি ছেলে কাজের খোজে গিয়েছিল বলে জানতে পারলেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান মেলাতে পারেনি। বাড়ি থেকে যাওয়ার সময় জিন্সের প্যান্ট ও তার কিছু জামা কাপড় নিয়ে গেছে বলে জানাগেছে। শ্যামলা বর্ণের, মাঝারী দেহের অধিকারী আলভীর সন্ধান কেউ জানতে পারলে তার পিতার মোবাইল নং ০১৭২৮২৪০৮৮৩ বা মাতার মোবাইল ০১৭৫৯১৭১১৪৬ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version