মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল)।।নড়াইলের কালিয়া উপজেলায় প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এসব গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৬০ জন নিবন্ধিত প্রান্তিক জেলের মাঝে গরু প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু পালনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) আবু রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দসহ উপকারভোগী প্রান্তিক জেলেরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাছ ধরার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে সহায়ক হবে।


