মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া ( নড়াইল) থেকে।।নড়াইল-১ (৯৩/০১) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, নড়াইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি ও দলের স্থায়ী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম ১৫ নভেম্বর শনিবার কালিয়া উপজেলার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী ৩১ দফা রূপরেখা প্রচারণা ও নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, নড়াগাতী থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক লিয়াকাত হোসেন (সানা), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবর আলী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আখের শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহান কাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী।
সকাল ১১টা থেকে কলাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা, ওয়ার্ড ও গ্রামে দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনায় অংশ নেন। গণসংযোগকালে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কলাবাড়িয়া বাসী ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করতে বদ্ধপরিকর। আপনারা সমর্থন দিলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নড়াইলে উন্নয়ন নিশ্চিত করতে আমরা কাজ করব।”
তিনি আরও বলেন, জনগণ তাকে বিজয়ী করলে নড়াগাতীকে উপজেলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে এবং কলাবাড়িয়ার অবহেলিত রাস্তাঘাট সংস্কার করা হবে। মা–বোনদের উদ্দেশে তিনি বলেন, “বেহেশতের টিকিট নয়, জীবনে কীভাবে চলবেন—সেটার নিশ্চয়তা চাইতে হবে।”
গণসংযোগে বক্তারা বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানকে শক্তিশালী করতে প্রত্যেক পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
