গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। মিষ্টি খাওয়ার জন্য দাবিকৃত টাকা না দেয়ায় নির্মানাধীন স্কুলের প্লাষ্টারকরা দেয়াল লোহার সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করেছে কতিপয় ব্যক্তি। পরবর্তীতে নিন্মমানের কাজ হচ্ছে বলে এলাকায় রটিয়ে দেওয়া হয়। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে স্থানীয় একাধিক বাসিন্দারা জানিয়েছেন, অতিসম্প্রতি লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। শুরু থেকেই নিয়মানুযায়ী নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদার। তারা আরও জানিয়েছেন-গত দুইদিন পূর্বে কতিপয় যুবক স্কুলের প্লাষ্টারকরা দেয়াল লোহার সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করে। পরবর্তীতে তারা নিন্মমানের কাজ হচ্ছে বলে এলাকায় রটিয়ে দেয়।
স্কুল ভবন নির্মান কাজের ঠিকাদার মো. টিপু বলেন, দরপত্র অনুযায়ী স্কুল নির্মানের কাজ শুরু করা হয়। ভবনে ঢালাইয়ের সময় উপজেলা প্রকৌশলী, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষা অফিসকে অবহিত করে তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ঢালাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন- কাজের শুরু থেকে স্থানীয় কয়েকজন যুবক তার শ্রমিকদের কাছে মিষ্টি খাওয়ার টাকা দাবি করে আসছে। তাদের দাবিকৃত টাকা না দেয়ায় নির্মানাধীন ভবনের প্লাষ্টার করা দেয়াল লোহার সাবল দিয়ে খুঁচিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

সার্বিক বিষয়ে গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানিয়েছেন, দরপত্র অনুযায়ী স্কুল নির্মানের জন্য শুরুতেই ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। নিন্মমানের কোন নির্মান সামগ্রী থাকলে তা সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। দরপত্র অনুযায়ী কাজ না করলে বিল দেওয়া হবেনা। তিনি আরও বলেন, দেয়াল নষ্ট করার বিষয়টি শুনেছি। নষ্ট করা দেয়াল পূনরায় প্লাষ্টার করে দেয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version