আহাদুল্লাহ সানা ,সাতক্ষীরা।। সাতক্ষীরার দু’নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত সুশীল সরকারের একমাত্র পুত্র সুস্থতা কামনা উপলক্ষে এক প্রার্থনা সভা সাতক্ষীরা সানতলা উপ ধর্মপল্লী ক্যাথলিক চার্চ সংলগ্ন সুকুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উল্লেখিত চঞ্চল সরকার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় তার নিজের বাড়িতে অবস্থান করছে। এছাড়া মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু দুর্ঘটনা কালীন মৃত্যুবরণ করেন। প্রার্থনা সভায় উদ্বোধনী প্রার্থনা করেন পল বৈরাগী। প্রার্থনা সভায় পবিত্র বাইবেল থেকে ধর্মীয় আলোচনা করেন বারনাবাস বৈরাগী। ধর্মীয় সংগীত পরিবেশন করেন সাতক্ষীরা খ্রিষ্ট আদর্শ ধর্মীয় প্রচার দলের সদস্য মাষ্টার দমিনিক মন্ডল,পল বৈরাগী, ডীনা মন্ডল,রত্মাবর,অঞ্জলি বর, ঊষা বৈরাগী প্রমুখ।শেষে সমাপনী প্রার্থনা করেন আনন্দ দাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পল বৈরাগী। বক্তারা ঈশ্বরের নিকট চন্দন সহ তার আত্মীয়-স্বজন যারা ইহলোক গমন করেছেন তাদের আত্মার শান্তি না কামনা করে বক্তব্য রাখেন।
সংবাদ শিরোনাম
- মোটরসাইকেল রক্ষায় উল্টো গেল সাকুরা বাস
- সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করা হয় নির্মানাধীন স্কুলের দেয়াল
- মাঠে আছি, মাঠে থাকবো : ইঞ্জিনিয়ার সোবহান
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের বোনের ইন্তেকাল
- প্রতিবন্ধী শিশুদের শিক্ষাউপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক কর্মশালা
- আশাশুনিতে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণসংযোগ
- মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
- শাল্যে এতিমখানার নামে বরাদ্দকৃত সরকারি টাকা আত্মসাত ও বিভিন্ন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ’
বুধবার, নভেম্বর ১৯ ২০২৫


