আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। সাতক্ষীরার দু’নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত সুশীল সরকারের একমাত্র পুত্র সুস্থতা কামনা উপলক্ষে এক প্রার্থনা সভা সাতক্ষীরা সানতলা উপ ধর্মপল্লী ক্যাথলিক চার্চ  সংলগ্ন সুকুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উল্লেখিত চঞ্চল সরকার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় তার নিজের বাড়িতে অবস্থান করছে। এছাড়া মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু দুর্ঘটনা কালীন মৃত্যুবরণ করেন। প্রার্থনা সভায় উদ্বোধনী প্রার্থনা করেন পল বৈরাগী। প্রার্থনা সভায় পবিত্র বাইবেল থেকে ধর্মীয় আলোচনা করেন  বারনাবাস বৈরাগী। ধর্মীয় সংগীত পরিবেশন  করেন সাতক্ষীরা খ্রিষ্ট আদর্শ ধর্মীয় প্রচার দলের সদস্য মাষ্টার দমিনিক মন্ডল,পল বৈরাগী,  ডীনা মন্ডল,রত্মাবর,অঞ্জলি বর, ঊষা বৈরাগী প্রমুখ।শেষে সমাপনী প্রার্থনা করেন আনন্দ দাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পল বৈরাগী।  বক্তারা ঈশ্বরের নিকট চন্দন সহ তার আত্মীয়-স্বজন যারা ইহলোক গমন করেছেন তাদের  আত্মার শান্তি না কামনা করে বক্তব্য রাখেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version