মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টা ৪০ মিনিটে বারোবাজার রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদা বেগম উপজেলার মাসলিয়া গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা গেছে, জাহিদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার সময় তিনি রেললাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছুটে এলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। মুহূর্তেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

বারোবাজার রেলস্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান জানান, দুপুর ২টা ৪০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস স্টেশন অতিক্রম করে। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন যে ট্রেনে কাটা পড়ে এক নারী মারা গেছেন। খবর পাওয়ার পর রেলস্টেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করে।

তিনি আরও জানান, ঘটনা বিষয়ে যশোর রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

দুর্ঘটনার পর বারোবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য রেললাইনের আশপাশে নজরদারি বাড়ানোর দাবিও জানিয়েছেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version