জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামে খুলনা প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
উপজেলার শ্রীউলা গ্রামের খুলনা প্রবাসি মোঃ আঃ করিম শিকারি দীর্ঘদিন খুলনায় বসবাস করে আসছে। তার বাড়িতে কেউ ছিলনা। এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা প্রাচীরের গেট কেটে বাড়ির ভিতর প্রবেশ করে। এবং পরে বারন্দার গেট কেটে জানালা ভেঙ্গে ঘরের ভিতর ঢোকে। এরপর নির্বিঘ্নে ঘরের সমস্ত জিনিস পত্র ও আলমারির মধ্যে থাকা মূল্যবান জিনিস পত্র নিয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে জানাগেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় প্রায়ই চুরি হচ্ছে। এতে সাধারন মানুষের মনে ভয় কাজ করছে। এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

