কচুয়া (বাগেরহাট)  প্রতিনিধি।। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর বাগেরহাটের কচুয়ায় আনন্দ মিছিল ও পথসভা এবং   সাইনবোর্ড বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই সভা ও মিছিল অনুষ্ঠিত হয় ।

সোমবার (১৭ নভেম্বর) কচুয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিকাল ৫ টায় মিছিলটি বের হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে কচুয়া জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় এই রায়কে স্বাগত জানিয়ে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত দেশে ফিরিয়ে এনে এ রায় কার্যকরের দাবি তোলেন। এ সময় বক্তিৃতা করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ , কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম,জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ হুমায়ুন কবির, বিএনপি নেতা শেখ সাইদুল ইসলাম,স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ সর্দার,যুবদল নেতা এমদাদুল হক মাসুদ,সুজন সেখ সহ বিএনপি’ ও বিএনপি’র সকল সহযোগি সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া সকালে  কচুয়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ##

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version