মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ৩ দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থান সেভ’র আয়োজনে শৈলকুপা উপজেলার এম.কে. মাধ্যমিক স্কুল, কে কে পি বি মাধ্যমিক বিদ্যালয় ও ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে মোট ১’শ ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও নাগরিক সমাজের সদস্যদের ক্ষমতায়ন (গার্লপাওয়ার) প্রকল্পের আওতায় সার্ভিস অ্যান্ড ভিশন ফর এডিফাই (সেভ) ও বান্ধব, ডেনমার্ক’র যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে কিশোরীদের নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, এবং বাল্যবিবাহ প্রতিরোধে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আযোজকরা জানায়, প্রশিক্ষণ শেষে প্রতিটি বিদ্যালয়ে ২০ জন করে কিশোরীকে বাছাই করে এজিসি ক্লাব গঠন করা হয়। নির্বাচিত সদস্যদের মধ্য থেকে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাধারণ সদস্য নির্বাচন করা হয়। একই এলাকার ১৩ থেকে ১৮ বছর বয়সী স্কুলগামী অষ্টম থেকে দশম শ্রেণীর ২০ জন মেয়েকে নিয়ে ক্লাবটি গঠিত হয়। অংশগ্রহণমূলক সভার মাধ্যমে নেতৃত্বমূলক পদগুলো নির্ধারণ করা হয়। ক্লাবের সদস্যরা নিয়মিত মাসিক সভা আয়োজন, স্কুল ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা কর্মসূচি পরিচালনা, এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যাক্ত করেন আয়োজকরা।
সংবাদ শিরোনাম
- গেজেট বাতিল নিয়ে অপপ্রচারঃ দুই মুক্তিযোদ্ধার তীব্র প্রতিবাদ
- বুধহাটায় বিদ্যুতের লাইন কাটা নিয়ে সংঘর্ষে আহত-২
- কলাপাড়া গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর কর্মসূচী পালন
- নড়াগাতীতে দিনব্যাপী গণসংযোগে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
- ফরিদপুর-১ আসনে বিএনপির মধুখালীতে মনোনয়নের প্রত্যাশায় মনিরের জনসভা
- ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
- মোটরসাইকেল রক্ষায় খাঁদে পড়লো সাকুরা বাস
- সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করা হয় নির্মানাধীন স্কুলের দেয়াল
বুধবার, নভেম্বর ১৯ ২০২৫


