নড়াইল-০১ আসনে নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াগাতী (কালিয়া) থেকে।। নড়াইল-০১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ দিনভর ব্যাপক নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। বুধবার বিকাল ৩টায় নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগের কার্যক্রম শুরু করেন।

দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি পহরডাঙ্গা, সরসপুর, চাপাইল, বাগুডাঙ্গা ও কচুয়াডাঙ্গা গ্রামে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময়, ঘরোয়া বৈঠক এবং উন্নয়ন বার্তা তুলে ধরেন। স্থানীয় জনগণের সমস্যা, চাহিদা, উন্নয়ন সংকট ও ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে তিনি সরাসরি মতামত গ্রহণ করেন।

গণসংযোগ চলাকালে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার আসন্ন নির্বাচনে দলের অঙ্গীকার, উন্নয়ন দৃষ্টিভঙ্গি ও এলাকার জন্য সম্ভাব্য প্রকল্প সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন। তিনি জানান, জনগণের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।

তার গণসংযোগকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রা, স্লোগান ও প্রচারণায় অংশগ্রহণ করেন। গণসংযোগের প্রতিটি স্থানে ছিল উৎসাহ-উদ্দীপনা ও মানুষের দৃশ্যমান উপস্থিতি।

স্থানীয় নেতৃবৃন্দ রাঙা প্রভাতকে  বলেন, মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সক্রিয় গণসংযোগ নির্বাচনী মাঠে নতুন প্রাণ ফিরিয়েছে এবং ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version