গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। বেপরোয়াগতির মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশের খাঁদের মধ্যে পরেছে যাত্রীবাহি সাকুরা পরিবহন নামের একটি ঢাকাগামী বাস। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের হলি কেয়ার ক্লিনিকের সন্নিকটে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন-বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহি সাকুরা পরিবহন দুর্ঘটনাস্থল অতিক্রম করছিলেন।
এসময় একটি মোটরসাইকেল পাশ্ববর্তী পকেট রাস্তা থেকে বেপরোয়াগতিতে মহাসড়কে ওঠেন। তাৎক্ষনিক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির সাকুরা পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের খাঁদের মধ্যে পরে যায়।
তিনি আরও জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ সাকুরা পরিবহনের আহত ১৩ জন যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গুরুত্বর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমীন জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
