সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা)।। কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার (২০ নভেম্বর)কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরার সাতটি উপজেলারবীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা মিলনমেলা।

জাতির সূর্যসন্তান বীর শহীদ, জীবিত ও মৃত সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।ও ৯ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান মিলন মেলা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং সেক্টরের সহ-অধিনায়ক ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ক্যাপ্টেন এম নূরুল হুদা (অব.) প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল ডাক্তার মো :শাহাজাহান বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মেজার মোহাম্মদ আহসান উল্লাহ ( অব:) বীর মুক্তিযোদ্ধা কর্নেল এম এস এ কে আজাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লা হিল সাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিব, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো:শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল,উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান, থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,প্রমূখ। ২০ নভেম্বর কালিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা মিলনমেলা অনুষ্ঠানে শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা,আশাশুনি সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ অন্যান্য উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, গীতা পাঠ করেন সঞ্জয় চক্রবর্তী, এরপর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। ১৯৭১ সালের এই দিনে ক্যাপ্টেন এম নূরুল হুদার নেতৃত্বে সাহসী মুক্তিযোদ্ধাদের বীরত্বে কালিগঞ্জ মুক্ত হয়। গৌরবের সে ইতিহাস আজও আমাদের অনুপ্রাণিত করে।গর্ব, শ্রদ্ধা ও চিরঋণিতার এই দিনটি স্মরণে-কালিগঞ্জের সকল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারও মুক্তিযোদ্ধা সন্তানর সাংবাদিক উপস্থিত ছিলেন ।সভাপতি বক্তব্যে ক্যাপ্টেন এম নুরুল হুদা অবসরপ্রাপ্ত বলেন আমরা অনেককে হারিয়েছি আগামী দিনগুলোতে আরো অনেক মুক্তিযোদ্ধাকে আমরা হারাবো সরকার এখন মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসার জন্য ৭৫ হাজার থেকে এক লক্ষ টাকা দিচ্ছে। তিনি বলেন আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে থাকতে হবে, যে সমস্ত মুক্তিযুদ্ধারা ভুয়া তাদেরকে এখনই সারেন্ডার করতে হবে না হলে তাদের যাচাই-বাছাই শেষে হলে ধরা পড়লে দুটি মামলা হবে, একটি জাল সনদ এর কারণে অপরটি সরকারি টাকা আত্মসাৎ এর কারণে। অনুষ্ঠান শেষে ৯ নম্বর সেক্টরের ক্যাপ্টেন নুরুল হুদার পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাদের কোট পিন প্রদান করা হয়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version