গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্মশত বার্ষিকী উদ্যাপন করেছেন সাবেক শিক্ষার্থীরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে ওই শিক্ষকের বার্থী এলাকার নিজবাড়ির আঙিনায় কেক কাটা, স্মৃতিচারন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বৈদ্য নারায়ণ পালের সভাপতিত্বে স্মৃতিচারন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শতবর্ষী অবসরপ্রাপ্ত শিক্ষক পন্ডিত শ্রী প্রিয়তোষ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ড. নাছির উদ্দিন মিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রাধেশ্যাম রায়, বার্থী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পান্ডে। সাবেক শিক্ষার্থী সুরেশ দাস ও মোশারফ সরদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন মিয়া, হাবিবুর রহমান, সুদাম পাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শতবর্ষী শিক্ষককে ফুল দিয়ে বরন করেন শিক্ষার্থীরা। এসময় নিজের শতবর্ষে সাবেক ছাত্রদের এমন ভালবাসায় মুগ্ধ ওই শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষে রাতের খাবার পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।


