রাঙা প্রভাত ডেস্ক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নিরপরাধ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে বাবুগঞ্জ উপজেলা বিএনপির একাংশ বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওলাদ হোসেন বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে যাঁরা হত্যার সাথে সম্পৃক্ত নন, তাঁদের নাম একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আমিনুল ইসলাম ভিপি লিপন ঘটনাকালে ঢাকায় অবস্থান করছিলেন। জাহাঙ্গীর নগর ইউনিয়নের জনপ্রিয় গণমানুষের নেতা সফিউল আজম শাহিন ও মিজানুর রহমানকে মিথ্যা ও হয়রানিমূলকভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁদের নাম জড়ানো হয়েছে।”

আওলাদ হোসেন আরও অভিযোগ করেন,
“বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় যুক্ত করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নির্দোষ ব্যক্তিদের নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, আলহাজ্ব মোঃ কামাল সরদার, সেলিম সরদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন খান, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহবুব তালুকদার, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, বাবুগঞ্জ উপজেলা তাতী দলের সভাপতি মোঃ জামাল হোসেন, বিএনপি নেতা আবুল কালাম মুন্সি, মোঃ ফরিদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ হানিফ হাওলাদার, সহ-সভাপতি মোঃ জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ শরীফ, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ বাহাদুর হোসেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version