জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে মাছের ঘেরের পানিতে ডুবে ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে ইউনিয়নের রামনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রামনগর গ্রামের আফাজ উদ্দীন গাজীর বাড়ি পাশে প্রায় ২৫০/৩০০ হাত দূরে মৎস্য চাষের ঘের রয়েছে। একই সাথে রামনগর বাজারে মুদিখানা দোকানে নিজস্ব ব্যবসা রয়েছে। আফাজ উদ্দীন দুই কন্যা সন্তানের জনক। ছোট কন্যা মাহিরাকে (১৯ মাস) প্রতিদিন সকালে পিতা মৎস্য ঘেরে নিয়ে যায়। রবিবার সকালে আফাজ উদ্দীন মেয়ে ঘুমিয়ে থাকায় কাজ শেষে দোকানে চলে যান। অনুমান সকাল ৭ টার দিকে মাহিরা ঘুম থেকে উঠে পিতাকে না পেয়ে সবার অজান্তে একা একা ঘেরে চলে যায়। পিতা সকাল ৮ টার দিকে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে আশপাশে খোঁজাখুজির এক পর্যায়ে মাছের ঘেরে গিয়ে দেখেন মাহিরার মৃতদেহ পানিতে ভাসছে।

