জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে মাছের ঘেরের পানিতে ডুবে ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে ইউনিয়নের রামনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রামনগর গ্রামের আফাজ উদ্দীন গাজীর বাড়ি পাশে প্রায় ২৫০/৩০০ হাত দূরে মৎস্য চাষের ঘের রয়েছে। একই সাথে রামনগর বাজারে মুদিখানা দোকানে নিজস্ব ব্যবসা রয়েছে। আফাজ উদ্দীন দুই কন্যা সন্তানের জনক। ছোট কন্যা মাহিরাকে (১৯ মাস) প্রতিদিন সকালে পিতা মৎস্য ঘেরে নিয়ে যায়। রবিবার সকালে আফাজ উদ্দীন মেয়ে ঘুমিয়ে থাকায় কাজ শেষে দোকানে চলে যান। অনুমান সকাল ৭ টার দিকে মাহিরা ঘুম থেকে উঠে পিতাকে না পেয়ে সবার অজান্তে একা একা ঘেরে চলে যায়। পিতা সকাল ৮ টার দিকে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে আশপাশে খোঁজাখুজির এক পর্যায়ে মাছের ঘেরে গিয়ে দেখেন মাহিরার মৃতদেহ পানিতে ভাসছে।
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version