আন্তর্জাতিক ডেস্ক।। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বান্নুতে মিরানশাহের সহকারী কমিশনার শাহ ওয়ালির গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) চালানো এই হামলায় দুই পুলিশ সদস্যসহ নিহত হন তিনজন।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তার (আরপিও) মুখপাত্র নওয়াজ পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করে জানান, বান্নু ক্যান্ট থানা এলাকার মধ্যেই হামলাটি চালানো হয়। তিনি বলেন, ‘হামলায় দুই কনস্টেবল ও এক স্থানীয় নাগরিক শহীদ হয়েছেন। এতে আহত হন আরও দুই পুলিশ সদস্য।’
ঘটনার পর বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয় যে সহকারী কমিশনার শাহ ওয়ালিও হামলায় প্রাণ হারিয়েছেন, তবে এখনও তথ্যটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। মিরানশাহ উত্তর ওয়াজিরিস্তানের প্রশাসনিক সদর দপ্তর এবং বান্নুর সংলগ্ন এলাকা।
লাক্কি মারওয়াত এবং বান্নু জেলায় আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুক হামলায় দুই পুলিশ সদস্য নিহত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটল।
২০২২ সালে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) দেশটির সরকারের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করার পর থেকে দেশটিতে সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে এ হামলার মাত্রা বেশি।
যুদ্ধবিরতি বাতিলের পর টিটিপি প্রতিশ্রুতি দেয় যে তারা নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর নতুন করে হামলা চালাবে। সাম্প্রতিক হামলাটি সেই বাড়তি সন্ত্রাসী তৎপরতারই অংশ বলে মনে করা হচ্ছে।



