জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ‎প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজ হলরুমে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 
কলেজ শিবির সভাপতি ওলীউর রহমানের সভাপতিত্বে ও পশ্চিম থানা শাখা সভাপতি ইয়াসিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি  প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক  সভাপতি মাওঃ রুহুল আমিন, জেলা সেক্রেটারী নাজমুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, সাবেক জেলা সভাপতি প্রফেসর আব্দুল গাফফার, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মাসুর রহমান ও শিক্ষার্থীদের মধ্যে রিয়াদ হোসেন ও ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version