বিশেষ প্রতিনিধি।। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়েছে।৩রা ডিসেম্বর (বুধবার )দিবাগত রাত ২টার দিকে পাঁচটি সোনার দোকান এবং একটি বাড়িতে ডাকাতরা প্রায় ৪০ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকার বেশি নগদ লুট করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে বাজারের রতন কর্মকার, তপন কর্মকার, উত্তম কর্মকার, ইউসুফ আলী ও আত্তাব আলীর দোকানে প্রবেশ করে তালা ভেঙে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট করে। এরপর ডাকাতরা রতন কর্মকারের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও ছেলে রঞ্জন কর্মকারকে মারধর করে। রঞ্জনের বক্তব্যে, অস্ত্রের মুখে আরও ১০ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ডাকাতদের মধ্যে দু’জনের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল বলে তিনি জানান। গহনা খুলে দিতে দেরি হওয়ায় ডাকাতরা রতনের মাকে মারধর করে এবং রঞ্জন বাধা দেওয়ায় তাকে আহত করে।

স্থানীয়রা জানান, ডাকাতদল একটি স্পিডবোটে অষ্টমণিষা বাজারে আসে এবং ডাকাতি সম্পন্ন করে গুমানী নদী দিয়ে পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ওসি মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। তবে এখনও কোনো সন্দেহভাজন শনাক্ত করা যায়নি। মামলা দায়ের করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: রেজিনূর রহমান, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মনজুরুল আলম এবং ওসি (ডিবি) পাবনা মো: রাশিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ধরনের সশস্ত্র ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে ভাব বিরাজ করছে।

 

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version