মৌলভীবাজার প্রতিনিধি।। কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মইশাজুরী এলাকায় অনুপযোগী কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো. ছালেক আহমদ নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি টিম সহায়তা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাংবাদিকদের জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ (খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ (১) ধারায় মো. ছালেক আহমদকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের পদক্ষেপে অবৈধ মাটি কাটার প্রবণতা কিছুটা হলেও কমবে। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।



