মো:লিটন শিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি।।গোপালগঞ্জ শহরের পরিচিত ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মোল্লা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী সকল খুনিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (তারিখ উল্লেখযোগ্য) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে নিহত ব্যবসায়ী মিজানুর রহমান মোল্লার শোকাহত পরিবারবর্গের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের স্বজন, ব্যবসায়ী সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণিপেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ ও সুপরিচিত ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো মূল হোতারা গ্রেফতার হয়নি। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার আইনে ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।
এসময় অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ধারণ করেন। স্লোগানে স্লোগানে মুখর ছিল মানববন্ধনস্থল—
“ন্যায়বিচারের দাবিতে প্রিয় মানুষের পাশে আমরা সবাই”
“খুনিদের ফাঁসি চাই—ফাঁসি চাই”
শোকাহত পরিবার জানায়, মিজানুর রহমান ছিলেন পরিবার ও সমাজের ভরসা। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা দেশের মাননীয় প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের কাছে ন্যায়বিচারের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


