জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে চাউল ও বাজার সওদা নিয়ে ভ্যান চালক লাপাত্তা হয়েগেছে। ঘটনা ঘটেছে শুক্রবার বেলা ১১ টার দিকে। 
উপজেলার কাটাখালী গ্রামের সাহাবুদ্দীন গাজীর ছেলে আঃ কুদ্দুছ স্ত্রী ও শিশু পুত্রকে সাথে নিয়ে বাজারে মালামাল কিনতে আসেন। বাজার থেকে বিভিন্ন মালামাল ক্রয় করে অপরিচিত ভ্যান চালকের ভ্যানে ২৫ কেজি চাউলের একটি বস্তা, ব্যাগে থাকা দুটি বাটন ফোন সেট ও বাজার সওদা রেখে শিশু পুত্র মাহমুদুল্লাহ হাসান (৭) কে ভ্যানে বসিয়ে স্বামী-স্ত্রী আরও কিছু মালামাল ক্রয় করতে যান। ফিরে এসে দেখেন শিশুকে রেখে মালামাল নিয়ে ভ্যান চালক উধাও হয়ে গেছে। শিশু হাসান জানায়, ভ্যান চালক তাকে বলে তোর বাপ ডাকছে। আমি নেমে বাপকে খুজতে গিয়ে না পেয়ে ফিরে এসে দেখি ভ্যান নেই।
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version