জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলার বাটরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তোহিদুর রহমান।
এছাড়া মাওলানা শাহাজান আলী সরদার, সাবেক ইউপি সদস্য মাওলানা খোরশেদ আলম, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বাবলা সানা, বাটরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম রেজাসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স শোভনালী ইউনিয়নের গোদাড়া বাটরা বাজারে একটি এবং বাটরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একটি ডাস্টবিন স্থাপন করে।
বক্তাগণ বলেন, শিক্ষার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্নতা ও সচেতনতা গড়ে তুলতে এমন উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে নৈতিক শিক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ অপরিহার্য। অনুষ্ঠানের শেষ পর্বে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version