শাহজাহান হেলাল, ফরিদপুর।।  ফরিদপুরের মধুখালীতে এক চোর চুরি করতে গেরোস্থর ঘরে ঢুকলে বাড়ীর মালিক টের পেয়ে চোর ধরে ফেলেন। চোর পালাবার চেষ্টায় বাড়ীর মালিককের শরিরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করেছেন।
২৭ ডিসেম্বর ২০২৫খ্রি. শনিবার গভির রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মোঃ কুদ্দুস শেখের বাড়ীতে এক চোর হানা দেন। মোঃ কুদ্দুস শেখের ছেলে মোঃ রবিন শেখের ঘরে চোর প্রবেশের আগে বাড়ীর অন্যান্য ঘরে বাইরে থেকে তালাবন্ধ করে প্রবেশ করে কাংখিত অর্থ খুজতে খুজতে তার শব্দে ঘরের মালিক রবিন শেখ (২৭) টের পেয়ে চোরকে ঝাপটে ধরেন। চোর পালাবার চেষ্টায় রবিন শেখের মুখসহ শরিরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করেন। তার চিৎকারে রবিন শেখের বাবাসহ অন্যরা চোরকে ধরে ফেলেন। দিনের আলোয় এলাকার মানুষ চোরকে গণপিটনী দেন। চোরের পরিচয় পাওয়া গেছে সে মাগুরা জেলার মহাম্মাদপুর উপজেলার প্রাভাটুরা গ্রামের ইউনুস মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৪১)। বর্তমানে বাড়ীর মালিক রবিন শেখ ও চোর সোহেল মল্লিক মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান জানান আহত মোঃ কুদ্দুস শেখ তার ছেলে রবিন শেখ ও চোর সোহেল মল্লিককে হাসপাতালে নিয়ে আসলে দুজনকেই ভর্তি করি এবং চিকিৎসাধীন আছেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version