শাহজাহান হেলাল, ফরিদপুর।। ফরিদপুরের মধুখালীতে এক চোর চুরি করতে গেরোস্থর ঘরে ঢুকলে বাড়ীর মালিক টের পেয়ে চোর ধরে ফেলেন। চোর পালাবার চেষ্টায় বাড়ীর মালিককের শরিরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করেছেন।
২৭ ডিসেম্বর ২০২৫খ্রি. শনিবার গভির রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মোঃ কুদ্দুস শেখের বাড়ীতে এক চোর হানা দেন। মোঃ কুদ্দুস শেখের ছেলে মোঃ রবিন শেখের ঘরে চোর প্রবেশের আগে বাড়ীর অন্যান্য ঘরে বাইরে থেকে তালাবন্ধ করে প্রবেশ করে কাংখিত অর্থ খুজতে খুজতে তার শব্দে ঘরের মালিক রবিন শেখ (২৭) টের পেয়ে চোরকে ঝাপটে ধরেন। চোর পালাবার চেষ্টায় রবিন শেখের মুখসহ শরিরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করেন। তার চিৎকারে রবিন শেখের বাবাসহ অন্যরা চোরকে ধরে ফেলেন। দিনের আলোয় এলাকার মানুষ চোরকে গণপিটনী দেন। চোরের পরিচয় পাওয়া গেছে সে মাগুরা জেলার মহাম্মাদপুর উপজেলার প্রাভাটুরা গ্রামের ইউনুস মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৪১)। বর্তমানে বাড়ীর মালিক রবিন শেখ ও চোর সোহেল মল্লিক মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান জানান আহত মোঃ কুদ্দুস শেখ তার ছেলে রবিন শেখ ও চোর সোহেল মল্লিককে হাসপাতালে নিয়ে আসলে দুজনকেই ভর্তি করি এবং চিকিৎসাধীন আছেন।
সংবাদ শিরোনাম
- মধুখালীতে চোরের কামড়ে বাড়ীর মালিক আহত
- মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
- কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই : ইঞ্জিনিয়ার সোবহান
- ফলাফলের উৎসবে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়
- মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১ আহত ৩
- ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- কালীগঞ্জে বেপরোয়া মোটরভ্যানের ধাক্কায় নিভে গেলো ৩ বছরের প্রাণ
- আশাশুনি পুরাতন মসজিদের ইমামের ঘরের ছাদ ঢালাই
রবিবার, ডিসেম্বর ২৮ ২০২৫



