কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। কচুয়া-বাগেরহাট-২ আসনে কচুয়ায় বিএনপির পক্ষ থেকে কচুয়া সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান এর সাথে সাক্ষাৎ শেষে মনোনয়নপত্র জমা করেন । অন্যদিকে জামায়েত এর মনোনীত প্রার্থী কচুয়া সহকারী রিটানিং কর্মকর্তা মোঃ আলী হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
২৯ ডিসেম্বর জমা দানের শেষ দিন সকাল সাড়ে ১১ টায় বাগেরহাট -২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন এর নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই দিন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ ও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। পরবর্তীতে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার জাকির কচুয়া সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুর ২ টায় মনোনয়ন ফরম জমা করেন এবং জামায়েত এর পক্ষ থেকে শেখ মনজুরুল হক রাহাদ সৌজন্য সাক্ষাৎ করেন। তবে মনোনয়ন ফরম জমা করার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপি অফিসে নেতাকর্মীদের নিয়ে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাগেরহাট সদর- কচুয়া -২ আসনে সাবেক বিএনপির সংসদ সদস্য বর্তমানে সতন্ত্র প্রার্থী হিসেবে এ এইচ সেলিম এর পক্ষ থেকেও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বাগেরহাট এর কাছে মনোনয়ন ফরম দাখিল করেছে,এছাড়াও বিএনপির বাগেরহাট জেলার সাবেক সভাপতি বর্তমান সতন্ত্র প্রার্থী হিসেবে এম এ সালাম এর পক্ষ থেকেও মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।


