মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া(নড়াইল)।। চাপাইল মূলশ্রী চর মধুপুর শামসুল উলুম মাদরাসা দারুল আরকাম একাডেমি শাখার ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৫) মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুফতি বোরহান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ রিয়াজ উদ্দীন, ইন্সট্রাক্টর, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (UPETC), কোটালীপাড়া, গোপালগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা রেজওয়ানুর রহমান কাসেমী, মোঃ ইউনুচ চৌধুরী, মল্লিক কামরুজ্জামান (হিটু), আহমেদ সিকদার, টিপু সিকদার ও মিজানুর রহমান মোল্লা।
বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানার্জনের সমন্বয়ই শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার মূল চাবিকাঠি। তারা শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।


