জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি থানা পুলিশ মন্দির থেকে চুরি যাওয়া মূর্তি চুরির এক সপ্তাহের মধ্যে উদ্ধার করেছে। রবিবার (৪ জানুয়ারী) সকালে পুলিশ মূর্তিটি উদ্ধার করেন।

গত ২৯ ডিসেম্বর উপজেলার নওয়াপাড়া গ্রামে শিবকালী রাধা মন্দির হতে রাধাকৃষ্ণের মূর্তিটি চুরি হয়ে গিয়েছিল। এদিন থানায় মামলা (নং-১৪, তারিখ: ২৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) দায়ের করা হয়। থানা সূত্রে জানাগেছে, বুধহাটা গ্রামস্থ নিত্য ঘোষ এর বাড়ীর পারিবারিক শিব মন্দির প্রাঙ্গনে সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) এর উপস্থাপন করা মতে উক্ত উদ্ধার করা হয়। মূর্তিটি তারা তাদের মন্দিরের পার্শ্ববর্তী পুকুরে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে বলে জানায়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version