সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)​।।  ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শনিবার মাগুরার মহম্মদপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

​সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দলসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের অধিকার ও প্রাপ্তি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে র‍্যালিতে অংশ নেন।

​র‍্যালি শেষে পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মো: আব্দুর রব ‘র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কাজী সালিমাহক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম ইউনুচ আলী,মহম্মদপুর থানার ওসি (তদন্ত) মো: আবুল খায়ের,বিশিষ্ঠ সমাজসেবক  সাবেক টি এন্ড টি কর্মকর্তা মো: জিয়াউল হক বাচ্চু,বড়রিয়া এ ডব্লিউ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো: আকতারুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন,প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা প্রমূখ। এসময় পূর্ব নারায়ণপুর গোরস্থান এতিমখানার হাফেজ ও সভাপতি সহ স্থানীয় সুধীজন প্রেসক্লাব মহম্মদপুরের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় উপস্থিত এতিমখানার শিশু, প্রতিবন্ধী শিক্ষার্থী এবং বয়স্ক ভাতাভোগী মুরুব্বিদের উদ্দেশ্যে সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুর রব বলেন,”সমাজসেবা অধিদপ্তর সব সময় অসহায় পিছিয়েপড়া মানুষের পাশে আছে।এতিমদের শিক্ষা, প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং মুরুব্বিদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মিলনমেলায় পরিণত হয়। বক্তারা সমাজসেবা অফিসের নানাবিধ সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার আহ্বান জানান।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version