জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলায় সমাজ সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজ কর্মী নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম শাহরিয়ার। তাকে সমাজ সেবা অধিদপ্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে।
সেলিম শাহরিয়ার সরকারি বিএল কলেজ থেকে গণিত বিভাগে কৃতিত্বের সাথে মাস্টার্স পাশ করার পর একটি বাড়ি একটি খামার প্রকল্পে যোগদান করেন। এটিই ছিল তার জীবনে প্রথম চাকুরী। না, বেশীদিন নয় মাত্র এক বছরের মধ্যে ২০১৯ সালে তিনি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষকতা জীবনে প্রবেশ করেন। কার কর্মস্থল ছিল সাতক্ষীরা সদরের আগরদাড়ি মহিলা দাখিল মাদ্রাসা। অন্তর দিয়ে দায়িত্বশীলতার সাথে কাজ করার এক পর্যায়ে তিনি আবার চাকুরীর ক্ষেত্র পরিবর্তন করেন। ২০২৩ সালে ২০ ডিসেম্বর সমাজ সেবা অধিদপ্তরে চাকুরী পেয়ে যান। এবার ইউনিয়ন সমাজ কর্মী হিসাবে আশাশুনি উপজেলায় যোগদান করেন। দায়িত্ব পালন করছেন আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নে। এবারও কাজের প্রতি তার আন্তরিকতা ও অদম্য স্পৃহা তাকে মাঠ পর্যায়ে খুবই সফল ভাবে দেখা গেছে। তার কাজ ও অধিক আন্তরিকতার মাধ্যমে মানুষের কাছাকাছি হওয়ার কারণে নিজ কর্মক্ষেত্রে তিনি সফলতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। এজন্য “দারিদ্র বিমোচনের ক্ষেত্র ক্ষুদ্র ঋণ, ভাতাভোগিদের ম্যানেজমেন্ট ও সামাজিক নিরাপত্তা” বিষয়ে সমাজ সেবা অধিদপ্তর বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাকে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজ সেবায় শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজ কর্মী হিসাবে নির্বাচন করা হয়েছে। এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


