কচুয়া ( বাগেরহাট) প্রতিনিধি।। কচুয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়।
৩ জানুয়ারী উপজেলা প্রশাসন মিলনায়তনে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নিবন্ধিত সেচ্ছাসেবী সংস্থাসমূহ এর সহযোগিতায় জাতীয় সমাজসেবা “প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে রেলী, আলোচনা সভা ও আত্ন -অনুসন্ধান অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইক এর সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার হাসিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না।এছাড়া আরো উপস্থিত ছিলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মোঃ রায়হান হোসেন, মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু, সাংবাদিক তারিকুল ইসলাম, জোয়ার বাংলাদেশের মোঃ আসলাম হোসেন,চলতে শেখা এনজিওর মোঃ আজমির আলম সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক ও সেবা গ্রহীতাগন। এদিন ৩০ জন প্রতিবন্ধী (বিশেষ সুবিধা সম্পন্ন) ব্যক্তিকে পরিচয় পত্র(সুবর্ন কার্ড) প্রদান করা হয়।##
কচুয়ায় উপজেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত।
নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
কচুয়ায় উপজেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত। কচুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও বিএনপি’র সভাপতি সরদার জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া – বাগেরহাট সদর – ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মজিবুর রহমান, সিপিএ মোঃ রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ মোজাফফর রহমান আলম, সাবেক সভাপতি জেলা যুবদল ফকির তরিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার,সাবেক সহসভাপতি শিরিন আক্তার । অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, শেখ মো: কবির হোসেন, মহিলা দলের নেত্রী খদিজা আক্তার এলিজা, মনোয়ারা বেগম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেত্রী।


