তেরখাদা প্রতিনিধি।।  খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, আইন শৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে। তিনি বলেন, সন্ত্রাসী ও অস্ত্রধারী সে যে-ই হোক না কেনো তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের জায়গা বাংলার মাটিতে হবে না। পুলিশ সুপার বলেন, মাদকসেবী, মাদক বিক্রেতা এবং জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে। তিনি বলেন, আইন শৃঙ্খলার উন্নয়ন শুধুমাত্র অপরাধ দমনের ‘জন্যেই নয়, বরং সুষ্ঠু, ন্যায় ভিত্তিক সমাজ গঠনের জন্যেও কার্যকর পদক্ষেপ নেয়া হবে। জনগণের প্রতি প্রশাসনের দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, সমাজে অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রণ করে নাগরিকদের মধ্যে আস্থার সৃষ্টি ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে। তিনি আজ ০৩ জানুয়ারি বিকেল ০৩টার দিকে তেরখাদা থানা পুলিশ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনি (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল মোঃ সাইফুল ইসলাম। থানার ওসি (তদন্ত) মোঃ হাসানুজ্জানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক (অবঃ) মোঃ আবুল বাশার, বিএনপি নেতা যথাক্রমে মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, শেখ ইউসুফ আলী ও মোঃ আবুল বাশার, সেক্রেটারি মু. নাহিদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ, জামায়াত নেতা মাওলানা আব্দুস সালাম জাহেদী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, এনসিপি নেতা এম কাদের, মোঃ আলীম, মুফতি সাজ্জাদুল ইসলাম ও মানিক মল্লিক। সভায় এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version