
তেরখাদা প্রতিনিধিঃ সোমবার ৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে তেরখাদায় নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী গতকাল বিকেলে উপজেলা সদরের কাটেঙ্গা ও জয়সেনা বাজার এলাকা ও আশপাশ এলাকায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে সহকারী কমিশনার এস এম নুরুন্নবী বিভিন্ন স্থানের দেয়ালে, গাছে, বৈদ্যতিক পিলারে এবং বিভিন্ন স্ট্যান্ডে লাগানো অননুমোদিত পোস্টার ও ব্যানার অপসারণ করেন। উপজেলা সহকারী কমিশনার এস এম নুরুন্নবী জানান, নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে গিয়ে বিভিন্ন স্থানে দেয়ালের গায়ে, বিদ্যুতের পিলারে, স্ট্যান্ডে এবং গাছে টাঙ্গানো দেখা যায় অননুমোদিত পোস্টার, প্যানাপ্লেক্স ও ব্যানার। যা অপসারণ করা হয়। তিনি বলেন, এদিনে কাউকে কোনো জরিমানা বা দন্ড প্রদান করা হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান হয়।

