- বুধহাটায় বিশুদ্ধ পানির সরঞ্জাম বিতরণ
- আশাশুনিতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
- আশাশুনির বাঁকড়ায় মসজিদের অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন
- আশাশুনিতে জোর পূর্বক ধান কাটায় বাধা দেওয়ায় মারপিটে আহত-৩
- ঝিনাইদহ গণপ্রকশল দিবস পালিত
- ঝিনাইদহ পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
- কলাপাড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি মহসিন, সম্পাদক বিপু
- সাতক্ষীরা রেডক্রিসেন্ট সোসাইটি নির্বাচন: আজিজ ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি ওমর বিজয়ী
Author: রকুল ইসলাম রনি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার বুধহাটায় রেইন ফর লাইফ প্রকল্পের আওতায় বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে উপকারভোগিদের মাঝে পানি সংরক্ষণ সরঞ্জাম বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে বুধহাটা ব্র্যাক অফিস প্রাঙ্গণে সরঞ্জাম বিতরণ করা হয়। ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপকারভোগীদের হাতে পানির ট্যাংকি, পাইপলাইন ও প্রয়োজনীয় আনুষঙ্গি’ক সামগ্রী তুলে দেন ব্র্যাক কর্মকর্তাবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, ব্র্যাক সবসময় সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। রেইন ফর লাইফ প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে মানুষকে সচেতন ও স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাস্প পরিচিলনা করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত উপজেলা জামায়াত কার্যালয়ে এ চিকিৎসা প্রদান করা হয়। সকাল ৯ টা থেকে নাম রেজিস্টেশন, ফ্রি চিকিৎসা প্রদান ও ছানি রোগি বাছাই করা হয়। ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ২ শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষাসহ ফ্রি ব্যবস্থাপত্র প্রদান এবং ঔষধ ও চশমা স্বল্প মূল্যে প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন, ঔষধ, কালো চশমা, যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা প্রদান করা হয়। এছাড়া ছানি অপারেশন করানোর…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়ায় মসজিদের অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের পর কোনার বাঁকড়ায় মন্দিরের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মসজিদের মুসল্লি ও সাধারণ জনগনের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মধ্য বাঁকড়া সরদারবাড়ি জামে মসজিদের সভাপতি ডাঃ আব্দুল মজিদ, ক্যাশিয়ার মইনুদ্দীন মাস্টার, হাফিজুল ইসলাম, ইবাদুল হোসেন ও প্রবাসী নবাব আলীর ভাই তোতা সরদার। সভাপতি ডাঃ আঃ মজিদ বলেন, প্রবাসী নবাব ৬০ বস্তা মাটি ও ১০ হাজার টাকা মসজিদে দেওয়ার জন্য ভুট্টোর কাছে দেন। কিন্তু ভুট্টো ১০ বস্তা সিমেন্ট দিলেও একটি টাকাও দেয়নি। ক্যাশিয়ার মইনদ্দীন বলেন,…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার গাজীপুরে জোরপূর্বক ধান কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের আক্রমনে ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত সাংবাদিক ফায়জুল কবীরকে আশাশুনি হাসপাতালে ভর্তির পর সাতক্ষীরা সদরে রেফার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শ্রীউলা ইউনিয়নের গাজীপুর মৌজায় এ ঘটনা ঘটেছে। গাজীপুর গ্রামের আঃ গফুর গাজীর ছেলে দৈনিক সমাজের কথার উপজেলা প্রতিনিধি ফায়জুল কবির বাদী হয়ে থানায় দাখিলকৃত এজাহার সূত্রে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, গাজীপুর মৌজায় গাজীপুর বিলে বাদীর ক্রয়কৃত ১ একর সম্পত্তি রয়েছে। জমি ক্রয় করার পর হতে বাদী ভোগ দখলে থেকে সেখানে ধান চাষ করে আসছেন। বিগত বর্ষার মৌসুমে ঐ সম্পত্তিতে বাদী ধান লাগান।কাকড়াবুনিয়া…
ঝিনাইদহ প্রতিনিধি।। ‘দক্ষ জনশক্তি, দশ গঠনর মুল ভিত্তি’ এ শ্লাগানক সামন রখ ঝিনাইদহ গণপ্রকশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়ছ। মঙ্গলবার সকাল শহরর পুরাতন ডিসি কার্ট চত্বর বলুন উড়িয় কর্মসূচীর উদ্বাধন করন ঝিনাইদহর অতিরিক্ত জলা প্রশাসক সাইফুর রহমান। পর সখান থক একটি বর্ণাঢ্য র্যালী বর করা হয়। র্যালিটি শহরর বিভিন সড়ক ঘুর একই স্ান এস সমাবশ মিলিত হয়। সসময় ইনস্টিটিউশন অব ডিপ্লামা ইঞ্জিনীয়ার্স বাংলাদশ (আইডিইবি) জলা শাখার সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মুন্সী আবু জাফরসহ অন্যান্যরা বক্তব্য রাখন। সসময় বক্তারা, দশর টকসই উনয়ন ও অবকাঠামা নির্মাণ ডিপ্লামা প্রকশলীরা গুরুত্বপূর্ণ ভমিকা রাখছন উল্লখ কর বলন, আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণর মাধ্যম…
মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহে দিনটি পরিণত হলো শোকের দিনে। সোমবার (১০ নভেম্বর) শৈলকূপা ও কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।দুপুরে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আসাননগর এলাকায় বাসচাপায় নিহত হন মিরাজ হোসেন (২২)। তিনি হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও একটি প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলায় ট্রাকচাপায় প্রাণ হারান রফিক রেজা (৩৮)। তিনি শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে এবং মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, শৈলকূপায় কাজ শেষে মোটরসাইকেলে ঝিনাইদহে ফিরছিলেন মিরাজ হোসেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার…
অশোক মুখার্জি কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। সোমবার (১০ নভেম্বর) রাত নয়টায় কলাপাড়া পুরাতন হাসপাতাল কার্যালয়ে অবস্থিত কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্য নির্বাহী এ কমিটির সভাপতি মহসীন পারভেজ (এশিয়ান টিভি), সিনিয়র সহ-সভাপতি জাহিদ রিপন (এটিএন বাংলা টিভি ও এটিএন নিউজ), সহ-সভাপতি গৌতম হালদার (মোহনা টিভি), সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু ( ইন্ডিপেন্ডেন্ট টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা (আনন্দ টিভি), অর্থ সম্পাদক সৈয়দ মো. রাসেল (রূপসী…
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৭) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভা ও নির্বাচনে সভাপতিত্ব করেন ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ সাধারণ সভায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, রেড ক্রিসেন্ট ইউনিট অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ শাহীন, সেক্রেটারি তাসকিন আহমেদ চিশতি এবং নির্বাচন কমিশনার ডা. আবুল কালাম বাবলা ও ফরিদা আক্তার বিউটি। অনুষ্ঠানে প্রয়াত আজীবন সদস্যদের স্মরণে এক মিনিট…
শার্শা,যশোর প্রতিনিধি।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত সর্বশেষ মনোনয়ন তালিকায় যশোর-১ (শার্শা) আসনে দলের সাবেক বহিষ্কৃত নেতা মফিকুল হাসান তৃপ্তির নাম ঘোষণার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ও অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এ মনোনয়ন স্থানীয়ভাবে ব্যাপক হতাশা সৃষ্টি করেছে। অতীতের বিতর্ক ও দলত্যাগের ইতিহাস ও তৃণমূল নেতাদের অভিযোগ, ওয়ান-ইলেভেনের সময় তৃপ্তি তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার ঘনিষ্ঠ হয়ে বিএনপি ভাঙার অপচেষ্টায় যুক্ত ছিলেন। এ কারণে পরবর্তীতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। স্থানীয় সূত্রমতে, ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত এবং পরবর্তীতে ২০১৯ থেকে ২০২৩ সাল…
দসুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।।সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মাগুরা জেলা শাখার কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর জেলা কমিটি নতুনভাবে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমেটি গঠন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সসন্ধ্যায় শহরের কন্ঠ বিথীর অফিস রুমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন খান শরাফত হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জনকন্ঠের মাগুরা প্রতিনিধি বিশিষ্ট আইনজীবী সঞ্জয় রায় চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক আব্দুর রাকিব তরফদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজনের কুষ্টিয়া জেলা শাখার…
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫
