- কালীগঞ্জে কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত
- বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
- মতবিনিময়ের দাওয়াত দিয়ে থানায় অনুপস্থিত নবাগত ওসি
- সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
- সাতক্ষীরায় পুলিশ পাহারায় রাস্তার কাজ শেষ করলো ঠিকাদার
- আশাশুনিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন
- তেরখাদা উপজেলায় মহান বিজয় দিবস পালন
- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে মহান বিজয় দিবস উদযাপন
Author: রকুল ইসলাম রনি
মানিক ঘোষ, ঝিনাইদহ।। কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৬তম মৃত্যুবার্ষিকী বুধবার (১৭ ডিসেম্বর) পালিত হয়েছে।এ উপলক্ষে সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুরে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। পরে বলরামপুর বাজারে এক সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেন।স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। এছাড়া বক্তব্য দেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকৃ এবং কেন্দ্রীীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক। সভা পরিচালনা করেন মানবেন্দ্র দাস মিন্টু।বক্তারা কৃষক, শ্রমিক…
বরিশাল অফিস।। বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন সরদার, চাঁদশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ সিকদার। গ্রেপ্তারকৃত অপর দুইজনের তথ্য থানা পুলিশ না দেওয়ায় তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন-থানার ডিউটি অফিসার থেকে শুরু করে ওসি (তদন্ত) এবং অফিসার ইনচার্জকে (ওসি) ফোন দিয়েও গ্রেপ্তার অপর দুই আওয়ামী লীগ নেতাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এমনকি কোন মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে সেই তথ্যও থানার কোন দায়িত্বশীল কর্মকর্তারা দিতে পারেননি।তবে গৌরনদী মডেল…
★ কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ক্ষোভ। মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন দায়িত্ব গ্রহণের পর কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের জন্য আমন্ত্রণপত্র পাঠান। ওসির আমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাবের প্রায় ৪০ জন সাংবাদিক কালীগঞ্জ থানায় উপস্থিত হন। তবে নির্ধারিত সময়ে থানায় ওসি জেল্লাল হোসেন কিংবা দায়িত্বশীল কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ সময় ওসির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জরুরি কাজে বাইরে রয়েছেন এবং থানায় ফিরতে আনুমানিক আরও ৩০ মিনিট সময় লাগবে। দীর্ঘ সময় অপেক্ষার পরও থানার কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, খোঁজখবর কিংবা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক…
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এসব কর্মসূচী থেকে দীর্ঘ ৯মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করা হয়। প্রত্যয় ব্যক্ত করা হয় দেশকে এগিয়ে নেওয়ার। বিডিএফ প্রেসক্লাব দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আল. মো. শাহাদাত হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন সহ-সভাপতি জিএম আমিনুল হক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আরশাদ আলী, সাবেক সভাপতি এমএ হাকিম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক মো. মুকুল হোসেন, মেহেদী হাসান শিমুল, প্রচার সম্পাদক এমএম জয়নাল, ইমরান হোসেন, রণজিৎ…
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। বিভিন্ন অজুহাতে চাঁদা দাবী, ঠিকাদারসহ কাজ বাস্তবায়কারীদের হুমকি, বিভিন্ন প্রতিষ্ঠানে মালালাম দেওয়ার নামে টাকা দাবিসহ বিভিন্ন কারণে সাতক্ষীরা উন্নয়ন কার্যক্রম হুমকির মুখে পড়েছে। দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা পরিচয়ে এসব কার্যক্রম করছে এক শ্রেণির অসাধু ব্যক্তিরা। ঠিকাদারদের দাবী জেলার প্রায় সকল উপজেলায় কাজ করতে গেলে নিবর চাঁদাবাজীর স্বীকার হতে হচ্ছে। ফলে জেলার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। ইতোমধ্যে চাঁদার কারণে পুলিশ পাহারায় কাজ বাস্তবায়ন করার ঘটনা ঘটেছে। ঠিকাদাররা জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বদ্ধিপুর কলনী এলাকায় সড়ক নির্মান কাজে নিয়োজিত ঠিকাদার মেসার্স ছয়ানী এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসানকে লাঞ্চিত করা হয়। এ ঘটনার বুধবার সকালে পুলিশ পাহারায় পুরাতন সাতক্ষীরা সওজ…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসীচি পালন করা হয়ে। দিবসের শুরুতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা র নেতৃত্বে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনী করা হয়। এরপর সুর্যোদয়ের সাথে মাথে সকল প্রতিষ্ঠান ও সরকারি বে-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, আঞ্চলিক…
তেরখাদা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি আড়ম্বরের সাথে উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা শুরু হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্যে দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯ টায় সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে পুলিশ আনসার ভিডিপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বিভিন্ন কলেজের স্কুলের শিক্ষার্থীবৃন্দ রোভার স্কাউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা ও…
রফিকুল ইসলাম রনি।। প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সকাল দশটায় কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম খানের সভাপতিত্বে ও কলেজের সহকারী শিক্ষক অঞ্জন কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিথি হিসেবে মোঃ হারুন অর রশিদ, বীরশ্রেষ্ঠ সহোদর বাচ্চু হাওলাদার, প্রভাষক মোঃ ইব্রাহীম খলিল, প্রভাষক মোঃ ইকবাল হোসেন মামুন, প্রভাষক মো: জুবায়ের আল মাহমুদ, প্রভাষক মোঃ শোয়েব আখতার প্রমুখ। এছাড়াও কলেজের…
অশোক মুখার্জি, কলাপাড়া, পটুয়াখালী।। পটুয়াখালীর কলাপাড়ায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে বৌনজা শের-ই-বাংলা ঘাটির আধুনিক জাহাজ বনৌজা কুশিয়ারা৷ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পায়রা বন্দরের প্রশাসনিক ভবনের টার্মিনালে জাহাজটি উন্মুক্ত করে দেয়া হয়। তাই দুপুর থেকেই জাহাজটি দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষসহ বিভিন্ন স্কুর কলেজের শিক্ষার্থীরা। বিকাল চারটা পর্যন্ত এ জাহাজট পরিদর্শনের সময় দর্শনার্থীরা নৌবাহিনীর অস্ত্র ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম ও দৈনন্দিন কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পান। এসময় নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সাধারণ মানুষের সঙ্গে বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান…
মানিক ঘোষ, ঝিনাইদহ ।। ঝিনাইদহের কালীগঞ্জে হালিমা খাতুন (৩২) নামে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তার মাদকাসক্ত স্বামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়ায় এ ঘটনা ঘটে। মাদকাসক্ত ওই স্বামীর নাম হানিফ আলী। হালিমার দুই মেয়ে রয়েছে। হালিমা আড়পাড়ার একটি ভাড়া বাসায় দুই মেয়েকে থাকতো। স্থানীয়রা বলছেন, হালিমা খাতুনের দুই মেয়ে নিয়ে আড়পাড়ায় ভাড়া বাসায় থেকে মানুষের বাড়িতে কাজ করতো। তার স্বামী হানিফ আলাদা থাকতো কিন্তু প্রায়ই এসে হালিমাকে মারধর করতো। গেল দুই সপ্তাহ আগেও তাকে মারধর করে। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার দুপুরে একইভাবে তার বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে…
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫
