- মধুখালীতে চোরের কামড়ে বাড়ীর মালিক আহত
- মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
- কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই : ইঞ্জিনিয়ার সোবহান
- ফলাফলের উৎসবে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়
- মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১ আহত ৩
- ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- কালীগঞ্জে বেপরোয়া মোটরভ্যানের ধাক্কায় নিভে গেলো ৩ বছরের প্রাণ
- আশাশুনি পুরাতন মসজিদের ইমামের ঘরের ছাদ ঢালাই
Author: রকুল ইসলাম রনি
শাহজাহান হেলাল, ফরিদপুর।। ফরিদপুরের মধুখালীতে এক চোর চুরি করতে গেরোস্থর ঘরে ঢুকলে বাড়ীর মালিক টের পেয়ে চোর ধরে ফেলেন। চোর পালাবার চেষ্টায় বাড়ীর মালিককের শরিরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করেছেন। ২৭ ডিসেম্বর ২০২৫খ্রি. শনিবার গভির রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মোঃ কুদ্দুস শেখের বাড়ীতে এক চোর হানা দেন। মোঃ কুদ্দুস শেখের ছেলে মোঃ রবিন শেখের ঘরে চোর প্রবেশের আগে বাড়ীর অন্যান্য ঘরে বাইরে থেকে তালাবন্ধ করে প্রবেশ করে কাংখিত অর্থ খুজতে খুজতে তার শব্দে ঘরের মালিক রবিন শেখ (২৭) টের পেয়ে চোরকে ঝাপটে ধরেন। চোর পালাবার চেষ্টায় রবিন শেখের মুখসহ শরিরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করেন। তার…
তেরখাদা প্রতিনিধিঃ দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ১০০০ লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিন চালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। একটি পাচারকারী চক্র ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর হতে ৪২ মাইল অদূরে সন্দেহজনক মাছ ধরার একটি বোট শনাক্ত করে। নৌবাহিনী…
★ বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী। বরিশাল অফিস।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসন থেকে নির্বাচনে লড়বেন বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা বারোটায় তিনি (সোবহান) আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন ফরম জমা দিবেন। নির্বাচনের আনুষ্ঠানিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের নিজ বাড়িতে সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্লিন ইমেজের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার সর্বস্তরের…
মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহ কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ঘিরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। ফল ঘোষণার দিন বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের আগ্রহ আর শিক্ষকদের তৃপ্তির হাসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে তুলতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সহকারী প্রধান শিক্ষক রহুল আমিন সহ শিক্ষক মণ্ডলী। কৃতি শিক্ষার্থীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের স্মারক তুলে দেওয়া হলে পুরো মিলনায়তনে করতালির ঝড়…
ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, দর্শনা থেকে ছেড়ে আসা সাদা রঙের একটি প্রাইভেট কার মহেশপুরের দিকে যাচ্ছিল। শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে দোকানটি ভেঙে পড়ে ঘটনাস্থলেই ইব্রাহিম হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে…
ঝিনাইদহ প্রতিনিধি।। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সমাজসেবা অফিস প্রাঙ্গণ, পৌরসভার সামনে, পৌর গোরস্থান এলাকা ও রেড ক্রিসেন্টসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রতিবন্ধী, বৃদ্ধা, স্বামী পরিত্যক্তা নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণির অসহায় ও দুস্থ মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। সেসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, স্থানীয়র সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা…
★ খেলতে বেরিয়েই আর ফেরা হলো না শিশু আবিরের। মানকি ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জে বেপরোয়া মোটরচালিত ভ্যানের ধাক্কায় আবির নামের মাত্র ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মুহূর্তেই আনন্দের সংসারে নেমে আসে শোকের ছায়া। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবির রামচন্দ্রপুর গ্রামের কামাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি মুদি দোকানের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরচালিত ভ্যান শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি পুরাতন জামে মসজিদের ইমামের বাস ভবন ও বাথ রুমের ছাদ ঢালাই করা হয়েছে। শনিবার সকাল ৮ টায় ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন। এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোট, ছাত্রদলের সাবেক সভাপতি ও বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, বাজার কমিটির সেক্রেটারী জামাত নেতা এবিএম আলমগীর পিন্টু, মেহবু্ব হাসান বাপ্পী, মসজিদের ইমাম মাওঃ আবু যর গেফারী ও মোয়াজ্জিন মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। কচুয়ার মসনী সার্বজনীন রাধা মদন মোহন মন্দিরে তিনদিন ব্যাপী পদাবলী কীর্তনের শেষ দিনে সনাতন সম্প্রদায়ের সাথে মত বিনিময় করেন জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত কচুয়া – বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শেখ জাকির হোসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ফকির মো: তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ডাকুয়া অলিউর রসুল,সদস্য সচিব শেখ মহিউদ্দিন, কীর্তন অনুষ্ঠানের সভাপতি প্রদীপ কুমার দাস, সহ-সভাপতি দীপঙ্কর রায়, সাধারণ সম্পাদক কৌশিক দাস, সহসাধারণ সম্পাদক চঞ্চল কুমার দাস, কোষাধাক্ষ রিপন দাস লিপু, বনিক সমিতির সদস্য সচিব এসএম…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক পরীক্ষা’র ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের কৃষি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মহাসীন আলী, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি ব্যুরো ইয়াছিন আরাফাত, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, সিরাজুল ইসলাম, যশোর বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক…
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫
