- তেরখাদা উপজেলা বিএনপির উঠান বৈঠকে পারভেজ মল্লিক
- কচুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন
- বড়দল কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক(অবঃ) মাস্টার মাহফিজুল ইসলামের ইন্তেকাল
- মাছের পোনা নয়, আশার বীজ বপন—কালীগঞ্জ যুবদলের ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!”
- তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল, সমাবেশ
- কালীগঞ্জে তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম দুই জনের অবস্থা আশংকাজনক
- কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু’ অর্থাভাবে বিনা চিকিৎসায় মেয়ে কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালের বেডে
Author: রকুল ইসলাম রনি
তেরখাদা প্রতিনিধিঃ খুলনা-০৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের বার বার নির্বাচিত সাবেক সভাপতি, বিশিষ্ট বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেছেন, বিএনপি হলো জনগণের দল। এ দল সবসময় মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের সার্বিক উন্নয়ন হবে, মানুষ ফিরে পাবে তাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা।” তিনি আরও বলেন, আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই—যেখানে মানুষ থাকবে স্বাধীন, কর্মসংস্থান বাড়বে, কৃষক পাবে ন্যায্য মূল্য, তরুণ প্রজন্ম পাবে কাজের সুযোগ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার…
নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় কচুয়া উপজেলা বিজয় চত্ত্বরে অনুষ্ঠিত এ পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মহিউদ্দিন।পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম।বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ও সেখ হুমায়ুন কবির । সভা সঞ্চালনায় ছিলেন যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক সিকদার মশিউর রহমান মুক্তা। প😎থসভায় আরও…
আহাদুল্লাহ সানা সাতক্ষীরা প্রতি নিধি।। পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস খুলনা অঞ্চল কতৃক আইডিপিডিসি প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর অফিসের উদ্যোগে ক্যাথলিক চার্চ সাতক্ষীরা মিশন হলরুমে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মিসেস দিপালী রায়, পিআইসি সদস্য। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : রেভা: ফা: ডমিনিক সরকার, সিএসসি, সাতক্ষীরা ধর্মপল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা: ফা: আশিষ রোজারিও, সিএসসি ও সিষ্টার সোনালী দফাদার, ইনচার্জ সাতক্ষীরা ধর্মপল্লী, সাংবাদিক মো: আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা জেলা প্রতিনিধি দৈনিক আজকের কন্ঠস্বর।এছাড়া বক্তব্য রাখেন মিঃ গোবিন্দ দাশ ফেডারেশন সভাপতি, মিসেস: ফরিদা পারভীন কমিউনিটি…
আহাদুল্লাহ সানা সাতক্ষীরা।। । আশাশুনি উপজেলার বড়দল সানা বাড়ির কৃতি সন্তান বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও বড়দল সানা বাড়ি জামে মসজিদের সভাপতি মাস্টার মাহফিজুল ইসলাম সানা গতকাল মঙ্গলবার সকাল সাত ঘটিকায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি,,,,, এলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুই কন্যা এক পুত্র ওই এক স্ত্রী সহ বহু আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী গুনগ্রাহী রেখে গেছেন।গতকাল দুপুর দুই টা ত্রিশ মিনিটে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বড়দল কলেজিয়েট স্কুলের মাঠ প্রাঙ্গনে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আসর বাদ তার পারিবারিক কবরস্থানে এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। তার মৃত্যুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা…
মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবার উদযাপিত হলো ভিন্ন আমেজে—উল্লাসে নয়, বরং মানুষের কল্যাণ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতায়। দলীয় ব্যানার-ফেস্টুনের বাইরে গিয়ে তারা বেছে নিয়েছে এক অনন্য উদ্যোগ—চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত করে “জীবন ও জীবিকার” বার্তা ছড়িয়ে দিলেন নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর তীরে আয়োজন করা হয় এই পোনা অবমুক্ত কর্মসূচির। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অসংখ্য নেতাকর্মী। সাইফুল…
তেরখাদা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর ২০০৬ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) বিকেল ৫ টার দিকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার কর্মপরিষদ শূরা সদস্য অধ্যাপক স.ম এনামুল হক। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর…
মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্ধে আপন চাচাত ভায়েদের হামলা চালিয়ে অপর তিন সহোদর চাচাত ভাইকে কুপিয়ে জখম করেছে। আহতরা হলো- আরিফ হোসেন (৩৫), শরিফ হোসেন (৩২) ও জারিফ হোসেন (৩)। তাদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশংকাজনক বড় ভাই আরিফ ও ছোট ভাই জারিফ কে যশোরে রেফার্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মৎস বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী শরিফ হোসেন ৬/৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। উপজেলার ফারাসপুর গ্রামের আহত জারিফ হোসেন জানায়, মাছের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাত ভাই মনিরুলদের সাথে দ্বন্ধ চলে আসছিল।…
মানিক ঘোষ, ঝিনাইদহ:।। মায়ের সাথেই হাসপাতালে যাচ্ছিলেন কন্যা মারিয়া (১৫)। পথেই সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয় তার মা আলেয়া বেগমের। সেই দূর্ঘটনায় মেয়েটিরও কোমরের দু’পাশ ও একটি হাত ভেঙ্গে যায়। এখন সে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি। ডাক্তাররা বলেছে, তার অপারেশন চিকিৎসার জন্য আরো প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু হতদরিদ্র দিনমজুর বাবা কোথায় পাবেন এত টাকা। তাইতো বিনা চিকিৎসায় এখন পঙ্গু হাসপাতালের বেডে যন্ত্রনায় কাতরাচ্ছে মারিয়া। হৃদয়বিদারক ওই মর্মান্তিক দূর্ঘটনাটির শিকার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর মধূ কাজির পরিবারে। স্ত্রীকে হারালেও মধু কাজী তার একমাত্র মেয়েকে বাঁচাতে বিত্তবান সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন। হতদরিদ্র মধু কাজী বলেন, তিনি রাজমিস্ত্রির জোগালের…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। বারসিক এনজিও’র উপজেলা কো-অর্ডিনেটর আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় সভায় সদস্য সচিব সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় ৩টি এনজিও স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। প্রজেন্টেশন উপস্থাপন করেন, ব্রেকিং দ্যা সাইলেন্স এর উপজেলা কো-অর্ডিরমনেটর দীপ রঞ্জন বিশ্বাস, কারিতাস বাংলাদেশের মনিটরিং অফিসার মিহির সরকার ও সাজেদা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সাব্বির হোসেন।…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃ্ষি অফিস থেকে বীজ বিতরন করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে রবি/২০২৫-২৬ মৌসুমে বসত বাড়িতে চাষযোগ্য শীতকালিন সবজি ও মাঠে চাষযোগ্য শীতকালিন সবজি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রধান অতিথি ছিলেন, খামারবাড়ি সাতক্ষীরার অতিঃ উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মন্ডল। অনুষ্ঠানে…
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫
