পুলিশ সুত্র জানায়, গত ২৪ জুলাই থেকে ঐ ছেলেটি নিখোঁজ ছিল। এ ব্যাপারে পাবনা সদর থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।
স্কুল ছাত্রের লাশ উদ্ধারের ঘটনা ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার আছরের পর এলাকার স্থানীয় এক ব্যক্তি আখক্ষেতে ঘাস কাটতে গেলে পচাঁ দূর্গন্ধ আসায় আখখেতের ভেতরে প্রবেশ করে লাশটি দেখতে পায়।
পরে সে গ্রাম পুলিশকে ঘটনা জানালে থানায় খবর দেয়া হয়।
ঈশ্বরদী থানা পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা প্যারিস রোডের পাশের আখ ক্ষেত হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আরো জানান, আশেপাশের এলাকায় কেউ নিখোঁজ কিনা খোঁজ করতে গিয়ে তিনি পাবনা সদর থানা এলাকায় ২৪ জুলাই নিখোঁজের বিষয়টি সামনে আসে।
নিহত আসিকের পরিবার এসে লাশ সনাক্ত করে।
লকডাউনের কারণে ৯ম শ্রেনীর স্কুল ছাত্র আসিক মাঝে মাঝে বাবার অটোরিকশা চালাতো। ওইদিন অটোরিকশা নিয়ে সে বাড়ি হতে বের হয়।
কিন্তু দীর্ঘ সময় সে বাড়িতে ফিরে না এলে পরিবারের পক্ষ থেকে সদর থানায় জিডি করা হয়।
ঘাতকরা অটো রিকশার জন্য আসিককে খুন করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
আসিকের ডান হাত কনুই কাটা এবং পেটের ভুড়ি বের হওয়া অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
পাবনার ঈশ্বরদীতে আখখেত থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
Previous Articleতরুন চক্রবর্তীর কবিতা “আমসত্ব”
Next Article পাকিস্তান আবারো ভূপাতিত করলো ভারতীয় গোয়েন্দা ড্রোন !