রাঙা প্রভাত ডেস্ক।। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
নিয়োগে যোগ্যদের প্রাধান্য দেওয়ার তাগিদ দিয়েছেন ইউনূস; এক্ষেত্রে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন ইউনূস। এছাড়া নির্দেশনা এসেছে পদায়নের বিষয়েও।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব নির্দেশ দেন।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং স্কুলগুলোর কোনটির কী অবস্থা সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন তিনি।
দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় ।