রাঙা প্রভাত ডেস্কঃ ভারতের পক্ষ থেকে একটি স্বীকারো ক্তির মাধ্যমে আবারও আলোচনায় নিয়ে এলো ভারত-চীন সীমান্ত উত্তেজনা।প্ রথমে বিষয়টি নিয়ে তেমন খোলামেলা কোনো ব্যাখ্যা না দিলেও ভারতের
পূর্বাঞ্চলেরলাদাখে গত মে মাসে র শুরুর দিকে চীনা সামরিক বাহি নীর সৈন্যরা ঢুকে পড়েছিল বলে স্ বীকার করেছে নয়াদিল্লি। চীনা সৈ ন্যের লাদাখে ঢুকে পড়ার ব্যাপা রে প্রথমবারের মতো ভারতের প্রতি রক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার একটি নথি প্রকাশ করা হয়। কিন্তু এর দুই দিন পর মন্ত্ রণালয়ের ওয়েবসাইটে এই নথি আর পা ওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দে শটির সংবাদমাধ্যম এনডিটিভি।
ওয়েবসাইটে প্রকাশিত নথিতে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশে চীনা সৈন্যদের আগ্রাসন বৃদ্ধি পেয়েছে। তবে গত ৫ মে থেকে গালওয়ান উপত্যকায় এই আগ্রাসন বিশেষভাবে বেড়েছে। গত ১৭ ও ১৮ মে প্যাংগং লেক উত্তর তীর, গগরা ও কুংরাং এলাকায় ঢুকে পড়ে চীনা সৈন্যরা। ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা আগ্রাসন’ শিরোনামের ঐ নথিতে এসব তথ্য উল্লেখ করা হয়। এতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের সামরিক বাহিনীর মধ্যে প্রাথমিক পর্যায়ের মতবিনিময় অনুষ্ঠিত হয়। গত জুনে দুই দেশের সামরিক বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। যদিও গত ১৫ জুন দুই পক্ষের মধ্যে মুখোমুখি সহিংস সংঘাত হয়, এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে।
এর আগে বিভিন্ন সূত্র ভারতীয় ভূখণ্ডে চীনা লাল ফৌজের ঢুকে পড়ার ঘটনায় সোচ্চার হলেও বিষয়টি এড়িয়ে গিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।