কুরবানি
শেখ খলিল
কুরবানি দাও দুম্বা গরু কুরবানি দাও বকরি উট,
কুরবানি কি পারছো দিতে মনের অসৎ হিংসা ঝুট?
কুরবানি দাও বীর পালোয়ান খয়রি জোয়ান তাগরা ষাঁড়,
পারছো দিতে কুরবানি কি মনের সকল অহংকার?
কেমনে দেবে দেখছো ভেবে দুর্নীতি আর হিংসা ক্ষোভ
মনের মাঝে ব্যাপ্তি বিশাল হাজার হাজার লক্ষ লোভ
মন ছুঁতে চায় মন্দ মধু মন ছুঁতে চায় নষ্ট মদ
মন হতে চায় মিথ্যে রাজা মন হতে চায় পস্ট বদ
মনের নাগাল পায়না মন আর কালো টাকার পহাড় চায়,
দিনের শেষে গৃহে এসে লোক ঠকানো আহার চায়,
এই যদি হয় মনের খেয়াল হিংসা দেয়াল অটুট রয়,
যতই পশু জবাই করো কুরবানি সে কেমনে হয়?
যদি পারো এসব ছাড়ো মনের পশু জবাই দাও,
সমাজ থেকে হিংসা বিবাদ দুর্নীতিকে তুলে নাও।
তবেই হবে কুরবানি আর খোদার হুকুম পালন সব,
বন্দ হবে হৃদয় থেকে অসত্যকে লালন সব।