শাহজাহান সরকার, বিশেষ প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে মাদক মামলার আসামি খসরুল আলম খসরু (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত সোমবার ১৭ আগস্ট দিবাগত রাত ১২টায় তার নিজ বাড়িতে মৃত্যু হয়। তিনি উপজেলার কাজীপুর গ্রামের হালসানা পাড়ার উকিল উদ্দীনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. খবির উদ্দীন জানান, খসরুল আলম খসরু প্রতিদিনের ন্যায় সীমান্ত এলাকায় একটি জমিতে কাজ করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে ছোবল মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাপে কাটার বিষয়টি তিনি পরিবারের সদস্যদের কাছে গোপন করেন। রাত গভীর হওয়ার সাথে সাথে অসুস্থতাও বাড়তে থাকে। একপর্যায় সাপে কাটার বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্হানীয় ওঝাকে দিয়ে ঝাড় ফুকের মাধ্যমে বিষ উত্তোলনের জন্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা না হয়ে তার মৃত্যু হয়।
মৃতের পরিবার ও স্থানীয় সৃত্র জানায়, খসরুল আলম খসরুর নামে একটি মাদকের মামলা রয়েছে। মামলার পর থেকে অনেকটাই আত্মগোপনে থাকতো সে। পুলিশের হাতে আটকের ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যায়নি।