উল্লেখ্য, দুই দশক ধরে দক্ষিণ চীন সাগরে থাকা দ্বীপদুটি দাবি করে আসছে চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অন্য দেশগুলো। এর আগেও দক্ষিণ চীন সাগরে সামরিক কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ফিলিপাইনের সমালোচনায় বিদ্ধ হয়েছে চীন।
সূত্র : স্পুটনিক নিউজ।
ভিয়েতনামের সঙ্গে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্যারাসেল দ্বীপ নিয়ে বেইজিংয়ের সঙ্গে দুই দশক ধরে বিরোধ চলে আসছে। ওই দ্বীপে চীনা অবস্থান ও দক্ষিণ চীন সাগরে সম্প্রতিকালেল সামরিক মহড়ায় বেইজিংকে সীমা লঙ্ঘন করতে বারণ করেছে ভিয়েতনাম।
বুধবার বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক মহড়া নিয়ে নিন্দা জানিয়েছে ভিয়েতনাম। জানা গেছে, চীনের এমন তৎপরতা আঞ্চলিক অখণ্ডতা ও শান্তির পরিপন্থী। চীনা বাহিনী ২৪ আগস্ট থেকে সামরিক মহড়া শুরু করে যা চলতি মাসের ২৯ তারিখে শেষ হবে।
উল্লেখ্য, দুই দশক ধরে দক্ষিণ চীন সাগরে থাকা দ্বীপদুটি দাবি করে আসছে চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অন্য দেশগুলো। এর আগেও দক্ষিণ চীন সাগরে সামরিক কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ফিলিপাইনের সমালোচনায় বিদ্ধ হয়েছে চীন।
সূত্র : স্পুটনিক নিউজ।