মুহাম্মদ সাঈদঃ- এ সময়ের মঞ্চ ও টেলিভিশনের আলোচিত অভিনেতা আলমগীর হোসেন।জন্ম ময়মনসিংহের ভালুকায়। ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। মঞ্চ নাটকে কাজ করার মাধ্যমে সম্পৃক্ত হন অভিনয়ে।
বর্তমানে এটিএন বাংলায় ফজলুল সেলিম এর রচনা ও বরেণ্য নাট্য নির্মাতা সৈয়দ শাকিল এর পরিচালনায় প্রতি রবি,সোম ও মঙ্গলবার রাত ৯ঃ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ” আনন্দ ভ্রমণ। যেখানে মোকছেদ নামক একজন রিক্সাচালকের চরিত্রে অভিনয় করেছেন আলমগীর হোসেন। ধারাবাহিকটি যেহেতু ভ্রমনকে কেন্দ্র করে তাই এক ভ্রমনে গিয়ে তার সাথে পরিচয় হয় গার্মেন্টসকর্মী জবার সাথে। আস্তে আস্তে পরিচয়, ভালোলাগা ভালোবাসা,বিয়ে, হানিমুন এভাবেই নানা মজার ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
“আনন্দ ভ্রমণ ” ধারাবাহিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ,খ,ম, হাসান,সাজু খাদেম, শবনম ফারিয়া, ঊর্মিলা শ্রাবন্তী কর,আব্দুল্লাহ রানা, সাবেরী আলম,রিমি করিম, পারভেজ সুমন,সামিয়া নাহি সহ আরও অনেকে।