মোঃ হোসেন আলী, কোটালিপাড়, (গোপালগঞ্জ) থেকেঃ- কোটালীপাড়া পৌরসভার যাত্রা শুরু ১৯৯৭ সালে। ৯ টি ওয়াড নিয়ে গঠিত এ পৌরসভাটির আয়তন ১০ দশমিক ৯৬ বর্গকিলোমিটার। বর্তমান জনসংখ্যা ১৯ হাজার। মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১৬০। শুরুতে এটি গ শ্রেনীর পৌরসভা ছিল। ২০০৭ সালে খ শ্রেনীতে উন্নতি হয়। ২০১৬ সালে এটি ক শ্রেনীতে চলে আসে। বর্তমানে মেয়র দায়িত্ব আছেন হাজ্জী মোঃ কামাল হোসেন শেখ।
২০১৮ সালে ২৯ মার্চ অনুষ্টিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। এই সিমিত সময়ে তিনি পৌরসভার অভুত পুর্ব পরিবর্তন এনেছেন। আধুনিক কিচেন মার্কেট নির্মান, পৌর বাসর্টারমিনাল নির্মান,রাস্তা ঘাট, ড্রেন গনশৌচাগার, কালবার্ড, পৌরসভার পুরাতন মসজিদ,মন্দির, নির্মাণ সহ আর ও অনেক উন্নয়ন করেছেন। বর্তমান মেয়রর হাত ধরে ডিজিটাল পৌরসভা হবে বলে অনরকের বিশ্বাস। ৪ নং ওয়ার্ডে র বাসিন্দা ও মারুফ সমাজকল্যান গুরুপের চেয়ারম্যান লাভলু বলেছেন তার হাত ধরে ডিজিটাল টাল পৌরসভা গড়া সম্ভব। তার সদাচরনে পৌরসভার কোন দুর্নীতি নেই বললেই চলে। সেবা গ্রহণের জন্য কাও কে কোন ধারনের হয়রানির শিকার হতে হয়নি। ঘুশ ছাড়া সব সেবাই পাচ্ছে পৌরবাসী। পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা উপজেলা মুক্তিযোদ্বা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক বুলবুল হাজরা বলেন অল্প সময়ে ব্যাপক উন্নয়ন করেছেন এ মেয়র। মেয়র মহাদয়ের উপর সন্তুষ্টি এলাকার লোকজন।
তিনি যে পরিকল্পনা হাতে নিয়ে এসেচেন তাতে আমরা খুব তাড়াতাড়ি ডিজিটাল পৌরসভা উপহার পব বলে আসাাবাদী।