ট্রেন
আসমা চৌধুরী
ট্রেনে উঠে চলে যায় শহরের ছবি নতুন বউয়ের মতো গ্রাম দোলে,হিজলের গাছ।
বাতাস নিয়ে যায় অগোছালো মন ঐখানে কে যেন করে কানাকানি।
কার হাতে গোলাপ ছিলো?
উড়ে যায় ঠিকানা লেখা কাগজ সাদা-কালো পৃথিবীর ক্ষয় জানা যায় আসল-নকল।
ট্রেন এলে প্লাটফর্ম জেগে যায় উৎসবে চেনা -অচেনা মিলে ধূসর সংসার খালি হয়ে যায়,
মুখোমুখি মাঝরাত ঝুপ করে নামে।