মৃত্যু দ্বীপ
সুবর্ণা গোস্বামী
বাজছে মৃত্যুতাল।নাচ দেখাচ্ছে গোখরো।
আমরা দুজন দুজনার চোখে চোখে রেখে পিছিয়ে গেলাম। হাত সশস্ত্র।
এই দ্বীপ পাখিহীন।পড়ে ছিল কয়েকটা রক্তাক্ত পালক। নিষাদেরা ছিনিয়ে নিয়ে গেছে। পুড়িয়ে ফেলেছে তারপর।
আমরা এই দ্বীপের প্রহরী। রক্তের আর্তনাদে হাসি, হাহাকারে গাই,
কান্নায় ঝনঝন বেজে উঠি।
আমাদের রাক্ষস দাঁতে ছিঁড়ে ফেলি বালিকার ছুটি।